চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিফলাফল/রেজাল্ট

44th BCS Preliminary Result PDF bpsc.gov.bd | ৪৪ তম বিসিএস ফলাফল (44 bcs result)

44 BCS Result (Priliminary-MCQ)

৪৪ তম বিসিএস ফলাফল ২০২২

44 তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল 2022 [MCQ ফলাফল] www.bpsc.gov.bd এখানে প্রকাশ করা হয়েছে।  আপনারা যারা ৪৪ তম বিসিএস (44 BCS Result) পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং এত দিন ফলাফলের জন্য অপেক্ষা করছেন, আজ সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। তাই ৪৪তম বিসিএস প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষার ফলাফল পেতে এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ ফলাফলের (44th bcs exam result 2022) পিডিএফ ফাইল/ছবি এখানে প্রকাশ করা হয়েছে।

44 তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল 22 জুন, 2022 বুধবার প্রকাশিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রথম পর্ব 27 মে অনুষ্ঠিত হয়েছিল। শুক্রবার দেশের সাতটি বিভাগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। যা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। মোট 200 নম্বরের মধ্যে দুই ঘণ্টার এই পরীক্ষাটি নেওয়া হয়েছিল। যেখানে 200 নম্বরযুক্ত 200 MCQ প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান ছিল 1 নম্বর এবং মোট 10টি বিষয় থেকে প্রশ্ন প্রণয়ন করা হয়েছে। যেখানে একই সময়ে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ শতাংশ নেগেটিভ মার্কিং ছিল।

৪৪তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৬১৮ জন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা শেষ না হওয়ায় এই বিসিএসের আবেদনের সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয় গত বছরের ৩০ ডিসেম্বর। ১ম ধাপে আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। কিন্তু পরে পিএসসি তা ২ মার্চ নির্ধারণ করে।

৪৪তম বিসিএস পরীক্ষার ফলাফল 2022 পিডিএফ ডাউনলোড করুন

বাংলাদেশের সাতটি বিভাগীয় শহরে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় প্রথম ধাপে বিভাগের ৪৫০টি কেন্দ্রে মোট ২ লাখ ৮ হাজার ৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যেখানে মোট পদের সংখ্যা ১ হাজার ৬১০টি। এ হিসাবে প্রতিটি পদে প্রার্থীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৮১ জন। ৪৪তম বিসিএস এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। উল্লেখ্য, পরীক্ষায় উত্তীর্ণদের প্রাথমিকভাবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে। আমরা এখানে প্রার্থীদের সুবিধার জন্য পিডিএফ (pdf) ফরম্যাটে ৪৪তম বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশ করেছি। আপনি সহজেই আপনার কম্পিউটার, ল্যাপটপ এবং মোবাইল ফোনে ফলাফল পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারেন।

44 BCS Preliminary Result PDF (Download)

কিভাবে রেজাল্ট চেক করবেন

www.bpsc.gov.bd

অনলাইনের মাধ্যমে (44 BCS Result Online Check)

অন্যান্য পরীক্ষার মতো, বিসিএস ফলাফল বাংলাদেশ কর্ম কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.bpsc.gov.bd  তাই অনলাইনে ৪৪ তম বিসিএস (44 bcs result) পরীক্ষার ফলাফল দেখতে প্রথমে আপনাকে ওই অফিসের ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং বিসিএস কর্নার নামক ওয়েবসাইটটিতে নজর রাখতে হবে। যেখানে আপনি 44তম বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশের পর পিডিএফ ফাইল ফরম্যাটে দেখতে পাবেন।

মোবাইল এসএমএস এর মাধ্যমে (44 BCS Result SMS Check)

আপনার হাতে মোবাইল ফোন থাকলে, আপনি যেকোনো অপারেটর সিম ব্যবহার করে সহজেই 44তম বিসিএস পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। যার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন – PSC <space> 44 <space> রেজিস্ট্রেশন নম্বর এবং পাঠান 16222 নম্বরে। Example: PSC 44 1234567890

শীঘ্রই একটি ফিরতি SMS-এ ফলাফল সম্পর্কে আপনাকে অবহিত করা হবে। প্রতিটি SMS আপনার মোবাইল ব্যালেন্স থেকে (সকল প্রকার ভ্যাট সহ) 2.75 টাকা চার্জ করা হবে।

লাইক দিয়ে আমাদের ফেসবুক পেজ এর সাথে যুক্ত থাকুনঃ
https://www.facebook.com/allstudybd
আমাদের গ্রুপে জয়েন করতে পারেনঃ
https://www.facebook.com/groups/allstudybdofficial
নিয়মিত ভিজিট করুন
https://allstudybd.com/

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন্য আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।


ই-মেইলঃ contactnow.bd@gmail.com অথবা এইখানে ক্লিক করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button