চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ | CU Admission | admission.cu.ac.bd
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২-২০২৩। চবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট admission.cu.ac.bd তে প্রকাশ করা হবে । যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তাদের অব্যশই আগে থেকে ভর্তি পরীক্ষা সম্পর্কে জানা উচিত ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি ১৭৫০ একর জমি জুড়ে একটি বিস্তৃত ক্যাম্পাস সহ দেশের বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। বিশ্ববিদ্যালয়টি কলা, বিজ্ঞান, ব্যবসা, প্রকৌশল এবং আইন সহ অধ্যয়নের বিভিন্ন ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম অফার করে। একাডেমিক শ্রেষ্ঠত্ব, গবেষণার সুযোগ এবং প্রাণবন্ত ক্যাম্পাস সংস্কৃতির জন্য পরিচিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ এবং তার বাইরের শিক্ষার্থীদের আকর্ষণ করে। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব।
টাইমলাইন |
---|
|
ইউনিট পরিচিতি
এ ইউনিট | সকল বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ / ইনস্টিটিউট |
বি ইউনিট | কলা ও মানবিক অনুষদ |
বি-১ ইউনিট | উপ-ইউনিট |
সি ইউনিট | বিজনেস স্টাডিজ অনুষদ |
ডি ইউনিট | সামাজিক বিজ্ঞান অনুষদের সমস্ত বিভাগ |
ডি-১ ইউনিট | উপ-ইউনিট |
পরীক্ষার তারিখসমূহ
চবি ভর্তি পরীক্ষার তারিখ ষোষণা করা হলেও কবে কোন ইউনিটের পরীক্ষা হবে সে বিষয়ে এখনও কোন নোটিশ প্রকাশ করা হয় নি । পূর্ণাঙ্গ রুটিন প্রকাশিত হওয়ার সাথে সাথে নিচে চবি ভর্তি পরীক্ষার সময়সূচী যুক্ত করা হবে –
ইউনিট | তারিখ |
এ ইউনিট | — |
বি ইউনিট | — |
সি ইউনিট | — |
ডি ইউনিট | — |
বি-১ উপ-ইউনিট | — |
ডি-১ উপ-ইউনিট | — |
বি-১ ও ডি-১ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষার তারিখসমূহ
চারুকলা ইন্সটিটিউট | – |
নাট্যকলা বিভাগ | – |
সংগীত বিভাগ | – |
ফিজিকাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ | – |
ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই ২০২০ সালে এসএসসি/সমমান এবং ২০২২ সালে এইচএসসি/সমমান পাশ করতে হবে এবং নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
এ ইউনিট – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৪.০০ পেতে হবে।
বি ও বি ১ ইউনিট:
বিজ্ঞান বিভাগ – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।
মানবিক বিভাগ– এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.০০ পেতে হবে।
ব্যবসায় শিক্ষা বিভাগ- এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।
সি ইউনিট – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।
ডি ইউনিট- এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।
ডি ১ সাব ইউনিট: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৬.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ২.৫০ পেতে হবে।
যোগাযোগ
ইউনিট | অনুষদ | নম্বর |
এ ইউনিট | সায়েন্স | ০১৫৫৫৫৫৫১৩৫ |
বায়োলজিক্যাল সায়েন্সস | ০১৫৫৫৫৫৫১৪২ | |
ইঞ্জিনিয়ারিং | ০১৫৫৫৫৫৫১৫৬ | |
মেরিন সায়েন্স এন্ড ফিশারিস | ০১৫৫৫৫৫৫১৫৭ | |
বি/বি-১ ইউনিট | আর্টস এন্ড হিউম্যানিটিস | ০১৫৫৫৫৫৫১৩৬ |
সি ইউনিট | বিজনেস এডমিনিস্ট্রেশন | ০১৫৫৫৫৫৫১৩৭ |
ডি ইউনিট | সোশ্যাল সায়েন্সেস | ০১৫৫৫৫৫৫১৩৮ |
‘ল’ | ০১৫৫৫৫৫৫১৩৯ | |
বিজনেস এডমিনিস্ট্রেশন | ০১৫৫৫৫৫৫১৩৭ | |
বায়োলজিক্যাল সায়েন্সস | ০১৫৫৫৫৫৫১৪২ |