গ্রাফিক্স ডিজাইনবই ডাউনলোডস্কিল ডেভেলপমেন্ট

Adobe Illustrator Bangla PDF Book। ইলাস্ট্রেটর বাংলায় শিখুন

Adobe Illustrator Book Bangla PDF free download

গ্রাফিক ডিজাইন শেখার প্রথম ধাপ হচ্ছে Adobe Illustrator আয়ত্বে আনা। একজন গ্রাফিক ডিজাইনের জন্য এই Illustrator শেখা অনেকটাই বাধ্যতামূলক বলা চলে। আর তাই পরিপূর্ণ ডিজাইনার হতে হলে Illustrator আপনাকে শিখতেই হবে। আপনি অন্য সবার থেকে একধাপ এগিয়ে থাকবেন, যদি আপনি এর সঠিক ব্যবহার জানেন।

কিন্তু প্রাথমিকভাবে যারা Adobe Illustrator শেখা শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য প্রয়োজন সঠিকভাবে এর টুলগুলো বোঝা এবং ব্যবহার করতে জানা। Illustrator ওপেন করলেই আপনার চোখের সামনে চলে আসবে অনেক টুলস। মূলত এগুলো দিয়েই Illustrator এর যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। আপনি যদি এই প্রতিটি টুলসের ব্যবহার সঠিকভাবে জানেন, তাহলে আপনি হয়ে উঠতে পারেন একজন নিখুঁত গ্রাফিক ডিজাইনার।

আজ আমরা এডোবি ইলাস্ট্রেটরের ওপর এমনই একটি বই শেয়ার করতে চলেছি, যার মাধ্যমে আপনি ইলাস্ট্রেটরের প্রতিটি টুলসের সঠিক ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। বইটি বাংলা ভাষায় রচিত। যদি বাংলা ভাষায় গ্রাফিক ডিজাইন শেখার রিসোর্সসমূহ ইন্টারনেটে খুব একটা সহজলভ্য নয়, তথাপি দুর্দান্ত এই বইটি আপনার গ্রাফিক ডিজাইন শেখার ক্ষেত্রে অনেকাংশেই সহায়ক হতে পারে।

কি আছে Illustrator Bangla PDF বইতে?

  • আপনি কোন কোন কাজে Illustrator ব্যবহার করবেন, সেই সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন।
  • Illustrator এর বিভিন্ন উইন্ডো পরিচিতি, যা একজন বিগিনারের জন্য সবথেকে বেশি প্রয়োজনীয়।
  • টুল বক্স পরিচিতির মাধ্যমে গুরুত্বপূর্ণ সব টুলসের ব্যবহার ও কাজের ধরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা।
  • প্রতিটি টুলসের কাজগুলো পৃথক পৃথকভাবে বর্ণনা ও কাজের উদাহরণসহ উপস্থাপনা।
  • মেনুবার সম্পর্কে পূণাঙ্গ আলোচনা এবং এর ব্যবহারবিধি।

সবশেষে ইলাস্ট্রেটর ব্যবহার করে কিভাবে আপনি একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার হতে পারেন, তার সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই বইটিতে। নিচে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে বইটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড ইলাস্ট্রেটর বাংলা পিডিএফ

 

লাইক দিয়ে আমাদের ফেসবুক পেজ এর সাথে যুক্ত থাকুনঃ
https://www.facebook.com/allstudybd
আমাদের গ্রুপে জয়েন করতে পারেনঃ
https://www.facebook.com/groups/allstudybdofficial
আমাদের সাথে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন

 

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন্য আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।


ই-মেইলঃ contactnow.bd@gmail.com অথবা এইখানে ক্লিক করুন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button