মাইক্রোসফ্ট অফিসস্কিল ডেভেলপমেন্ট
মাইক্রোসফ্ট ওয়ার্ড কীবোর্ড শর্টকাট | MS Word Keyboard Shortcut Key
মাইক্রোসফ্ট ওয়ার্ড এর প্রয়োজনীয় কীবোর্ড সর্টকাট কমাণ্ডসমূহ (A – Z):
- Ctrl+ A = ডকুমেন্টের সকল কিছু সিলেক্ট করা
- Ctrl+ B = সিলেক্টকৃত টেক্সট গাঢ় করা
- Ctrl+ C = সিলেক্টকৃত টেক্সট কপি করা
- Ctrl+ D = সিলেক্টকৃত টেক্সট –এ ডাবল আন্ডারলাইন দেয়া
- Ctrl+ E = সিলেক্টকৃত টেক্সট মাঝে নেয়া
- Ctrl+ F = ডকুমেন্টের শব্দ বা বাক্য খুঁজে বের করা
- Ctrl+ G = নির্দিষ্ট লাইন, প্যারাগ্রাফ, পৃষ্ঠা, ফুটনোট, ইত্যাদি স্থানে যাওয়া
- Ctrl+ H = ডকুমেন্টের কোন শব্দ বা বাক্য অন্য শব্দ বা বাক্য দ্বারা প্রতিস্থাপন করা
- Ctrl+ I = সিলেক্টকৃত টেক্সট ইটালিক (ডান দিকে কাত) করা
- Ctrl+ J = সিলেক্টকৃত টেক্সট জাস্টিফাই করা
- Ctrl+ K = ডকুমেন্টের কোন টেক্সট বা লাইন এ লিংক সংযোগ করা
- Ctrl+ L = সিলেক্টকৃত টেক্সট বায়ে নেয়া
- Ctrl+ M = সিলেক্টকৃত টেক্সট এ লেফ্ট ইনডেন্ট (০.৫ ইঞ্চি) দেয়া
- Ctrl+ N = নতুন ডকুমেন্ট তৈরি করা
- Ctrl+ O = সংরক্ষিত ফাইল ওপেন করা
- Ctrl+ P = প্রয়োজনীয় ফাইল প্রিন্ট করা
- Ctrl+ Q = ডকুমেন্টের সিলেক্টকৃত প্যারাগ্রাফের ফরমেট বাতিল করা
- Ctrl+ R = সিলেক্টকৃত টেক্সট ডানে নেয়া
- Ctrl+ S = ডকুমেন্ট বা ফাইল সংরক্ষণ করা
- Ctrl+ T = ডকুমেন্টের সিলেক্টকৃত প্যারাগ্রাফে হ্যাঙ্গিং ইনডেন্ট ব্যবহার করা
- Ctrl+ U = সিলেক্টকৃত টেক্সট –এ আন্ডারলাইন দেয়া
- Ctrl+ V = ডকুমেন্টের কাট বা কপিকৃত টেক্সট বা অবজেক্ট অন্যত্র পেস্ট (বসানো) করা
- Ctrl+ W = ওপেনকৃত ফাইল বা ডকুমেন্ট বন্ধ করা
- Ctrl+ X = ডকুমেন্টের সিলেক্টকৃত অংশ কাট করা
- Ctrl+ Y = প্রয়োগকৃত শেষ কমাণ্ড পুনরায় ব্যবহার করা
- Ctrl+ Z = প্রয়োগকৃত শেষ কমাণ্ডের কার্যকারিতা বাতিল করা