মাইক্রোসফ্ট অফিসস্কিল ডেভেলপমেন্ট

মাইক্রোসফ্ট ওয়ার্ড কীবোর্ড শর্টকাট | MS Word Keyboard Shortcut Key

মাইক্রোসফ্ট ওয়ার্ড এর প্রয়োজনীয় কীবোর্ড সর্টকাট কমাণ্ডসমূহ (A – Z):

  1.  Ctrl+ A  = ডকুমেন্টের সকল কিছু সিলেক্ট করা
  2.  Ctrl+ B  = সিলেক্টকৃত টেক্সট গাঢ় করা
  3.  Ctrl+ C  = সিলেক্টকৃত টেক্সট কপি করা
  4.  Ctrl+ D  = সিলেক্টকৃত টেক্সট –এ ডাবল আন্ডারলাইন দেয়া
  5.  Ctrl+ E  = সিলেক্টকৃত টেক্সট মাঝে নেয়া
  6.  Ctrl+ F  = ডকুমেন্টের শব্দ বা বাক্য খুঁজে বের করা
  7.  Ctrl+ G  = নির্দিষ্ট লাইন, প্যারাগ্রাফ, পৃষ্ঠা, ফুটনোট, ইত্যাদি স্থানে যাওয়া
  8.  Ctrl+ H  = ডকুমেন্টের কোন শব্দ বা বাক্য অন্য শব্দ বা বাক্য দ্বারা প্রতিস্থাপন করা
  9.  Ctrl+ I  = সিলেক্টকৃত টেক্সট ইটালিক (ডান দিকে কাত) করা
  10.  Ctrl+ J  = সিলেক্টকৃত টেক্সট জাস্টিফাই করা
  11.  Ctrl+ K  = ডকুমেন্টের কোন টেক্সট বা লাইন এ লিংক সংযোগ করা
  12.  Ctrl+ L  = সিলেক্টকৃত টেক্সট বায়ে নেয়া
  13.  Ctrl+ M  = সিলেক্টকৃত টেক্সট এ লেফ্ট ইনডেন্ট (০.৫ ইঞ্চি) দেয়া
  14.  Ctrl+ N  = নতুন ডকুমেন্ট তৈরি করা
  15.  Ctrl+ O  = সংরক্ষিত ফাইল ওপেন করা
  16.  Ctrl+ P  = প্রয়োজনীয় ফাইল প্রিন্ট করা
  17.  Ctrl+ Q  = ডকুমেন্টের সিলেক্টকৃত প্যারাগ্রাফের ফরমেট বাতিল করা
  18.  Ctrl+ R  = সিলেক্টকৃত টেক্সট ডানে নেয়া
  19.  Ctrl+ S  = ডকুমেন্ট বা ফাইল সংরক্ষণ করা
  20.  Ctrl+ T  = ডকুমেন্টের সিলেক্টকৃত প্যারাগ্রাফে হ্যাঙ্গিং ইনডেন্ট ব্যবহার করা
  21.  Ctrl+ U  = সিলেক্টকৃত টেক্সট –এ আন্ডারলাইন দেয়া
  22.  Ctrl+ V  = ডকুমেন্টের কাট বা কপিকৃত টেক্সট বা অবজেক্ট অন্যত্র পেস্ট (বসানো) করা
  23.  Ctrl+ W  = ওপেনকৃত ফাইল বা ডকুমেন্ট বন্ধ করা
  24.  Ctrl+ X  = ডকুমেন্টের সিলেক্টকৃত অংশ কাট করা
  25.  Ctrl+ Y  = প্রয়োগকৃত শেষ কমাণ্ড পুনরায় ব্যবহার করা
  26.  Ctrl+ Z  = প্রয়োগকৃত শেষ কমাণ্ডের কার্যকারিতা বাতিল করা

 

লাইক দিয়ে আমাদের ফেসবুক পেজ এর সাথে যুক্ত থাকুনঃ
https://www.facebook.com/allstudybd
আমাদের গ্রুপে জয়েন করতে পারেনঃ
https://www.facebook.com/groups/allstudybdofficial
আমাদের সাথে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন্য আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।


ই-মেইলঃ contactnow.bd@gmail.com অথবা এইখানে ক্লিক করুন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button