এসএসসি

এসএসসি পরীক্ষা ২০২২ এর সংক্ষিপ্ত সিলেবাস

২০২২ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে । এসএসসি শর্ট সিলেবাস ২০২২ পিডিএফ প্রকাশ করা হয়েছে ২৭ মে ২০২১ তারিখে। নতুন এ সিলেবাসে নবম-দশম শ্রেণির সব বিষয়ের শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়বস্তু রেখে প্রস্তুত করা হয়েছে।

এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২২

কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘ ১৪ মাস সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এই দীর্ঘ সময়ের মধ্যে বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নতুন নতুন তারিখ ঘোষণা করা হলেও করোনা সংক্রামণ বাড়তে থাকায় খোলা সম্ভব হয়ে ওঠেনি।

আবারও বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে শিক্ষা মন্ত্রালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৩ জুন থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। করোনা সংক্রামণ যদি বর্তমান পরিস্থিতির মত নিম্নমুখী থাকে তবেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের এই সংক্ষিপ্ত সিলেবাসে পড়ানো হবে।

বাংলা ট্রিউবিউনের এক খবর অনুয়ায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ড (এনসিটিবি) বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলোর কাছে প্রস্তুকৃত এ নতুন সংক্ষিপ্ত সিলেবাস পাঠায়। এই এসএসসি নতুন শর্ট সিলেবাস ২০২২ এনসিটিবি এবং অন্যান্য শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

২০২১ সালের মত একইভাবে নবম-দশম শ্রেণির সব পাঠ্যবই অর্থাৎ ৩৬টি পাঠ্যবইয়ের জন্য নতুন শর্ট সিলেবাস প্রস্তুত করে প্রকাশ করা হয়েছে। এ সম্পর্কিত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। নিচে নোটিশটি দেওয়া হলো।

২০২২ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ডাউনলোড করুন-

ডাউনলোড করুন

 

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন্য আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।


ই-মেইলঃ contactnow.bd@gmail.com অথবা এইখানে ক্লিক করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button